ব্যক্তি খাতের দুর্নীতি অনুসন্ধান সম্ভব নয় : দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে ব্যক্তিগত বা বেসরকারি খাতের দুর্নীতি অনুসন্ধান সম্ভব নয় বলে আবারও জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
এখন থেকে বেসরকারি খাতের কোনো অভিযোগের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ বা সরকারি স্বার্থ জড়িত থাকলে শুধুমাত্র সেগুলোর অনুসন্ধান করবে দুদক।
তিনি বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষনা) ড. শামসুল আরেফিন, পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল হোসেন, সিভিল সার্জন পুতুল রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্য্যকান্ত দাস, সাধারণ সম্পাদক বশিরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সঞ্জিত সাহা/এমএএস/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার