ভারতকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
স্থল সীমান্ত বিল পাস হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে টেলিফোন করে লোকসভার সদস্য ও দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত সাড়ে ৮টায় এ টেলিফোন আলাপ হয়।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী চুক্তি এবং ২০১১ সালে আমার ও তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চুক্তির ধারাবাহিকতায় এ বিল পাস হয়েছে। এ বিল পাস হওয়ায় সব রাজনৈতিক দল, লোকসভার সব সদস্যসহ ভারতের সাধারণ মানুষকে ধন্যবাদ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ফোনালাপে বলেন, দুই দেশের বন্ধুত্বের এ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও গতিশীল ও জোরদার হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গণমাধ্যমকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার