ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

৫০ বছরের নৌ দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন আজ

প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৫ মে ২০১৭

গত ৫০ বছরে বিভিন্ন নৌ দুর্ঘটনা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

জাতীয় নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৭ ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করবে সংগঠনটি।

আজ সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের (পঞ্চম তলা) মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক সূত্র।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে জাগো নিউজকে বলেন, সারাদেশে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশাজীবী এবং পরিবেশ ও নাগরিক অধিকার সংরক্ষণবিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

তিনি বলেন, ঝুঁকিমুক্ত, ব্যয়সাশ্রয়ী ও আরামদায়ক আধুনিক নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপের পাশাপাশি এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ ও গবেষণা অব্যাহত রেখেছে আমাদের সংগঠন। এক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে নৌ দুর্ঘটনা ও দুর্ঘটনার কারণগুলোকে চিহ্নিতকরণের ওপর। এরই ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে ৫০ বছরের নৌ দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে রাজনীতিবিদ মঞ্জুরুল আহসান খান, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অধ্যাপক মীর তারেক আলী, ব্যারিস্টার সাদিয়া আরমান, প্রকৌশলী ম. ইনামুল হক, লঞ্চ মালিক সমিতির নেতা বদিউজ্জামান বাদল, প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।

এফএইচএস /এসআর/পিআর

আরও পড়ুন