একজন বরখাস্ত, বাকি পুলিশদের বিচার হবে কি!
ছাত্র ইউনিয়নের কর্মীদের ওপর রোববার পুলিশি হামলার ঘটনায় নায়েক আনিসকে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও বাকিরা বহাল তবিয়তে আছেন।
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নারী লাঞ্ছনার বিচার দাবিতে পুলিশ কমিশনারের কার্যলয় ঘেরাও কর্মসূচিতে রোববার হামলা চালায় পুলিশ। এতে ছাত্র ইউনিয়নের একজন নারীকর্মীসহ কয়েকজন গুরুতর আহত হন। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
সবশেষ সোমবার দুপুরে নির্যাতনকারী পুলিশের নায়েক আনিসকে সাময়িক বরখাস্ত করে প্রশাসন। কিন্তু এই ঘটনায় জড়িত বাকি দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কাজেই কর্মী নির্যাতনের বিচারের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ছাত্র ইউনিয়নের কর্মীদের মনে।
ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জানান , এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাবলিক অর্ডার ম্যানেজমেনন্ট বিভাগের নায়েক আনিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বাকিদের ব্যাপারে তদন্ত কমিটি তদন্ত শেষে ব্যবস্থা নেবে।
ডিএমপির জয়েন্ট কমিশনার (লজিস্টিকস) ওয়াই এম বেলালুর রহমানকে প্রধান করে এই তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি করা হয়।
এসকেডি/একে/আরআই