বিড়ির উপর বাড়তি কর বাতিলের দাবি
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর বাড়তি কর ও নির্ধারিত মূল্যস্তর বাতিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থববছরের বাজেটে পক্ষপাত ও বৈষম্যমূলকভাবে সিগারেটের উপর নামমাত্র শুল্ক বাড়িয়ে অন্যদিকে বিড়িতে ১১০ শতাংশ বাড়িয়ে বিড়ি শিল্পকে নিশ্চিহ্ন করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতি প্যাকেটে হিসেবে এক নজরে বিড়ি ও সিগারেটের মূল্য বৃদ্ধির উদাহরণ টেনে বক্তারা বলেন, ২০১৬-১৭ সালে প্রতি প্যাকেট বিড়ির দাম ছিল ৭ দশমিক ১০টাকা, ২০১৭-১৮ সালে এসে ১৫ টাকা অর্থাৎ বৃদ্ধি প্রায় ৮ টাকা।
অন্যদিকে কমদামি সিগারেট ২০১৬-১৭ সালে প্রতি প্যাকেট ছিল ২৩ টাকা যা ২০১৭-১৮ সালে ২৭ টাকা অর্থাৎ বৃদ্ধি মাত্র ৪ টাকা। পাশাপাশি বেশি দামি সিগারেট ২০১৬-১৭ সালে ৭০ টাকার পরবর্তীতে ২০১৭-১৮ সালে এসে তা কোম্পানি মূল্যে নির্ধারণ করা হয় অর্থাৎ মোটেও বৃদ্ধি হয়নি। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিড়ি শিল্প ধ্বংসের জন্য এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
তারা আরো বলেন, দামি সিগারেটের প্যাকেটের দাম ২০১৪-১৫ অর্থবছরে ৯০ টাকা ছিল। ২০১৫-১৬ অর্থবছরে সেটি কমিয়ে ৭০ টাকা করা হয় এবং ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে সিগারেটের মূল্য নির্ধারণে কোম্পানি সিদ্ধান্ত গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি বিজয় কৃষ্ণ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন ও বিড়ি মালিক সমিতির রংপুর জেলা সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
এএস/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ২ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৩ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৪ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৫ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১