সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছেন জনিসহ দুই আত্মীয়
নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দলের অফিস সম্পাদক আব্দুল লতিফ জনি এবং দুই আত্মীয় দেখো করেছেন। বৃহস্পতিবার রাতে তারা সাক্ষাৎ করেছেন বলে বিবিস জানিয়েছে।
এদিকে, বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রায় দুঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে মেঘালয় পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশেরই কয়েকটি অসমর্থিত সূত্রে জানা গেছে গোয়েন্দাদের তিনি জানিয়েছেন, যে তাকে কোনও একটা জায়গায় ঘুপচি ঘরে রাখা হয়েছিল প্রায় দুমাস। তারপর বেশ কয়েকবার গাড়ী বদল করে শিলংয়ে নিয়ে আসা হয়।
এর আগে সালাহউদ্দিনের দুজন আত্মীয় দুপুরবেলা দেখা করে খাবার আর পোশাক দিয়ে যান। দেখা করার পর ওই আত্মীয়রাও সালাহউদ্দিনের বরাত দিয়ে একই কথা জানান। এদের মধ্যে আইয়ুব আলী নামের একজন জানান, তিনি কলকাতায় থাকেন এবং সালাহ উদ্দিন আহমেদের দূর সম্পর্কের ভাই। অপরজন হুমায়ুন রশিদ জানান, তিনি সালাহ উদ্দিন আহমেদের কাজিন।
পুলিশ যদিও এতদিন দাবি করে আসছিল তারা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সালাহউদ্দিনকে আটক করে। তবে সালাউদ্দিন আহমেদ এদিন আত্মীয়দের জানিয়েছেন যে তিনি নিজেই পুলিশের কাছে গিয়েছিলেন।
এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত