পোশাক শ্রমিকদের ঈদের ছুটি ধাপে ধাপে
ফাইল ছবি
যানজট এড়াতে পোশাক কারখানার শ্রমিকদের ঈদের ছুটি ধাপে ধাপে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ থেকে ২৫ জুনের মধ্যে ছুটি দেয়া হবে। একইভাবে বেতন এবং বোনাস নিয়মতান্ত্রিকভাবে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি এখানে ছিলেন। বিশেষ করে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানও ছিলেন। তারা পোশাক কারখানার সিদ্ধান্তের কথা আমাকে জানিয়েছেন।
ঈদ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। রেল, বাস এবং নৌপথে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে সড়কে কোনো অস্থায়ী বাজার বসবে না।
এছাড়া ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ এলাকা পুরোটাই সিসিটিভির আওতায় থাকবে। ঈদ বাজারকে কেন্দ্র শপিংমলগুলোতে নারী পুলিশ সদস্য বেশি মোতায়েন করা হয়েছে।
মন্ত্রী বলেন, ঈদে কোনো ধরনের হুমকি নেই। জনগণকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো অপতৎরতা রুখে দেবে। সেই প্রস্তুতি আমাদের রয়েছে।
বৈঠকে পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইউএ/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ২ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৩ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো
- ৪ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই
- ৫ অপতথ্য মোকাবিলায় ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন সুইডেনের রাষ্ট্রদূত