ভেজালের অভিযোগে জেল জরিমানা
রাজধানীর তুরাগ ও উত্তরা এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে জাতীয় মান প্রতিষ্ঠান বিএসটিআই। অভিযানে লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, বিএসটিআই’র লাইসেন্স ছাড়া ঘি, বিস্কুট, টোস্ট বিস্কুট উৎপাদন ও বিক্রি বিতরণ করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে মোহাম্মদপুরে মোহাম্মাদিয়া হাউজিংয়ে মীর আল আমিন হোটেল ও শরিফ হোটেলকে জরিমানা করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পচা-বাসি ইফতার সামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে মীর আল আমিন হোটেলকে ৫০ হাজার এবং শরিফ হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরএম/এমএমএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর