বীর মুক্তিযোদ্ধা শহীদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শনিবার এক শোক বার্তায়, শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে ‘মামা গেরিলা বাহিনী’র কমান্ডার এই বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে শহীদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহান মুক্তিযুদ্ধের ‘মামা গেরিলা বাহিনী’র কমান্ডার শহীদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এফএইচএস/জেএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার ৫ আসনে প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান প্রার্থীদের
- ২ ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ৩ নির্বাচনে নজিরবিহীন নজরদারি, ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা
- ৪ প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির
- ৫ চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা: আইন উপদেষ্টা