গাজীপুরে বয়লার বিস্ফোরণ ঘটনায় মালিকের শাস্তির দাবি
গাজীপুরে মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান, আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
শ্রমিক নেতারা বলেন, এ ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটনায় অনেক শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা অনেকেই স্থায়ী পঙ্গুত্ববরণ করেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। জানি না তাদের ভাগ্যে কি আছে। মালিকদের দায়িত্বহীন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কারখানা পরিচালনার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এ ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সংগঠনের সমন্বয়ক এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পরিচালনা করেন শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার। এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহাতাব উদ্দিন শহীদ, আরিফা আক্তার, মোহাম্মদ মোবারক খান প্রমুখ।
এএস/জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত