ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ-ভারত মৈত্রী বৈঠক সন্ধ্যায়

প্রকাশিত: ০৬:২৬ এএম, ২২ মে ২০১৫

দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের ষষ্ঠ পর্ব ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মৈত্রী সংলাপে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম শুক্রবার নয়াদিল্লি পৌঁছান। সন্ধ্যায় বৈঠকে অংশ নেবেন তিনি।

ইন্ডিয়া ফাউন্ডেশন, ফ্রেন্ডস অব বাংলাদেশ ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এবারের সংলাপ আয়োজন করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের প্রাক্কালে এ সংলাপ অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা সম্পর্ক পর্যালোচনা এবং একে আরো এগিয়ে নেওয়ার রূপরেখা নিয়ে আলোচনা করবেন।

জানা গেছে, সন্ধ্যায় নয়াদিল্লির ওবেরয় হোটেলে সংলাপ উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী নীতিন গড়করি। নীতিন গড়করি ছাড়া আরো দু’জন কেন্দ্রীয় মন্ত্রী ওই অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। তারা হলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু ও বাণিজ্য, শিল্প এবং অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন।  

শনিবার সংলাপের দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদষ্টো ড. গওহর রিজভী সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিবেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু আলোচনায় অংশ নেবেন।

আরো থাকবেন বিএসএফের অবসরপ্রাপ্ত ডিজিপি ও সর্দার প্যাটেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমএল কুমাওয়াত এবং মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুর রশিদ। বৈঠকে পরিচালকের ভাষণ দেবেন অধ্যাপিকা বীণা সিক্রি।

সমাপ্তি অধিবেশনে বিশেষ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভি, ভারত সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের ঢাকা চ্যাপ্টারের সচিব এএসএম শামসুল আরেফিন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ-ভারত মৈত্রী আলোচনার প্রথম অধিবেশন হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতায়। দ্বিতীয় বৈঠক হয় ঢাকায়। তৃতীয় বৈঠক আবারো কলকাতায়, চতুর্থ বৈঠক ত্রিপুরার আগরতলা এবং পঞ্চম বৈঠক দিল্লিতেই অনুষ্ঠিত হয়।  

বিএ/এমএস