ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে চলছে চাকরি মেলা

প্রকাশিত: ০৭:৩০ এএম, ২৪ মে ২০১৫

বিদেশ ফেরত কর্মীদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হয়েছে দিনব্যাপী চাকরি মেলা। রোববার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি`র) এ মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সহ-সভাপতি সাবরিনা ইসলাম এ মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এ মেলার আয়োজন করেছে।
 
উদ্বোধনী বক্তব্যে সাবরিনা ইসলাম বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য কর্মী চাকরি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। সেই সময় তাদের অধিকাংশ কর্মীদের কাজের ক্ষেত্রে তেমন কোনো অভিজ্ঞতা থাকে না। বিদেশের প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করে বিভিন্ন ক্ষেত্রে তারা অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে নির্দিষ্ট মেয়াদ শেষে আবার দেশে ফিরে আসেন।
 
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ৮০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে, প্রতিবছর যেমন নতুন করে কর্মীরা কাজ করতে যায়, তেমনি অনেকের চাকরির মেয়াদ শেষ হলে দেশে ফিরে আসে। ফিরে আসা এসব কর্মীরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে থাকে।
 
তিনি বলেন, এসব দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজে লাগানো গেলে দেশের শিল্প সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ চিন্তা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশ ফেরত কর্মীদের চাকরির ব্যবস্থা করে দিতে বিইএফ সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে তিনি জানান।
 
মেলার আয়োজকরা জানান, বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে চাকরির এই মেলা দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। মেলায় স্কয়ার গ্রুপ, এসিআই লিমিটেড, বেক্সিমকো গ্রুপ, গ্যালারি এপেক্স, বেবীলন গ্রুপ, আবুল মোমেন লিমিটেডসহ ২০টি দেশি-বিদেশি কোম্পানী স্টল খুলে বসেছে।
 
সরেজমিনে দেখা যায়, এসব স্টলে চাকরি প্রত্যাশী কর্মীরা ঘুরে ঘুরে তাদের জীবনবৃত্তান্ত প্রদান করছেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কর্মীরা মতবিনিময় করছেন। পরবির্ততে কর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
 
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ও আইএলও’র সদস্য কামরান টি রহমান, আইএলও বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রেডী ও শ্রমিক নেতা এনসিসিডব্লিউই’র সভাপতি আব্দুল মুকিত খান প্রমুখ।

এসাআই/এআরএস/এমএস