ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-চট্টগ্রাম ৪ লেনের ৬টি সংশোধনী প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৭ মে ২০১৫

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) ঢাকা-চট্টগ্রাম ৪ লেন প্রকল্পের ৬টি প্রস্তাবে সংশোধন অনুমোদন দিয়েছে। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিজিপি’র বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। ৬টি ভেরিয়েশন প্রস্তাবে ৪টিতে ব্যয় বাড়ানো হয়েছে এবং ২টিতে কমানো হয়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। ঢাকা-চট্টগ্রাম ৪ লেন প্রকল্পের কাজের ব্যয় হ্রাস ও বৃদ্ধি বিষয়ে তিনি বলেন, কিছু প্যাকেজে বাড়তি কাজ যুক্ত হওয়ায় ব্যয় বৃদ্ধি পেয়েছে, অন্য দিকে, কিছু প্যাজেজে কিছু কাজ বাদ দেয়ার ফলে ব্যয় হ্রাস পেয়েছে। উন্নয়ন কাজের ক্ষেত্রে ব্যয়ের হ্রাস-বৃদ্ধি নিয়মিত প্রক্রিয়া।

৪টি প্রস্তাবে মূল ব্যয় ৮৪৪ কোটি টাকার বিপরীতে এরসঙ্গে ১৫১.৪৩ কোটি টাকা বাড়ানো হয়েছে, অপর দু’টি প্রস্তাবে মোট ব্যয় ৩৪৬.৫০ কোটি টাকা থেকে ১১.৩৫ কোটি টাকা কমানো হয়েছে। ৪ লেন প্রকল্পের ৬টি প্রস্তাব ছাড়াও সিসিজিপি অনুমোদিত অপর ৬টি প্রস্তাবের কথা জানান অতিরিক্ত সচিব।

প্রস্তাবগুলো হলো : ঢাকা-চট্টগ্রাম রেলরুট উন্নয়নে জাইকা ওডিএ তহবিলের অধীনে চট্টগ্রাম স্টেশন রিমডেলিং (২৫১.৮৬ কোটি, ব্যয় বৃদ্ধি করা হয় ২৪.৬৬ কোটি টাকা), ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ধলারচর নতুন রেলট্রাক নির্মাণের অধীনে প্যাকেজ ডব্লিউডি-৪ (লট-বি) জন্য কন্ট্রাকটর নিয়োগ (১৫৯.৮০ কোটি টাকা), জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা-৪ লেন প্রকল্পের অধীনে তেজগাঁওয়ে আরএইচডি সদরদফতর নির্মাণ (১৪৫.৬৪ কোটি টাকা), পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে প্যাকেজ নং ১১ (লট-১) এবং প্যাকেজ নং ১৭ (লট-২০) (১৪.০৯ কোটি এবং ১৫.০৪ কোটি টাকা), সীমিত ও মধ্যম আয়ের লোকদের জন্য উত্তরায় এ্যাপার্টমেন্ট নির্মাণ (১৭০.০৮ কোটি, ৪৯ কোটি ও ৭৯ কোটি টাকা), উত্তরা আদর্শ টাউন-এ তৃতীয় পর্যায় ৬নং সেতুর বাকি অংশ নির্মাণ (১২.৫২ কোটি টাকা)।

এছাড়া, অর্থনীতি বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটি (সিসিইএ) তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী এ এম এ মুহিত এতে সভাপতিত্ব করেন।

এসএইচএস/আরআই