বয়ে যাওয়া মৃদু তাপদাহ অব্যাহত থাকবে
বয়ে যাওয়া তাপদাহ থেকে স্বস্তি পেতে পানিতে মেতেছে শিশুরা
মাদারীপুর, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, বিহার ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বর্ধিত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইয়াঙ্গুন পর্যন্ত বিস্তার লাভ করেছে।
শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ২ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৩ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৪ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৫ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১