রাজধানীতে বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ
প্রতীকী ছবি
বিয়ের নাটক সাজিয়ে রাজধানীর তোপখানা রোডের বাসায় এক তরুণীকে ৯ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মোহাম্মদ উল্লাহ ইমনের বিরুদ্ধে ওই তরুণী নিজেই শাহবাগ থানায় এ অভিযোগ করেন।
শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, তোপখানা রোডের বাসায় ইমনের সঙ্গে নয় মাস ধরে ছিলেন ওই তরুণী। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে সে ঢাকায় ইমনের বাসায় এসে ওঠেন। এরপর ইমন এক কাজিকে বাসায় ডেকে নিয়ে মৌখিকভাবে তাকে বিয়েও করেন। তবে সে সময় কাবিননামা করা হয়নি। কিছুদিন ধরে তরুণী কাবিননামা করার জন্য চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে শনিবার সকালে ইমন কাবিননামা করতে অস্বীকৃতি জানিয়ে ওই তরুণীকে বাসা থেকে বের করে দেন। পরে সন্ধ্যায় ওই তরুণী থানায় অভিযোগ করেন।
ধর্ষণ প্রমাণে প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তরুণী জানান, বিয়ের নাটক করে ইমন দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেন। তিনি ইমনের শাস্তি চান। এসআই জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে মামলা হবে।
জেআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত