ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গোলাম আযমের ছেলের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

প্রকাশিত: ০৭:২৯ পিএম, ৩১ মে ২০১৫

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমীর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে জিডিটি করেছেন সাংবাদিক অঞ্জন রায়।

জিডিতে অঞ্জন রায় বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমী গত ২৯ মে রাত ৮টা ৩৭ মিনিটে তার ফেসবুক স্টাটাসে ‘অদ্ভুদ এক দালাল’ শিরোনামে `দেশ বিরোধী` বলে আমাকে হুমকি প্রদান করেন। আমার মনে হয় কেবল ফেসবুকে মন্তব্য করেই নয় তিনি বাস্তবেও আমার বড় ক্ষতি করতে পারেন। আমি নিজেও নিরাপত্তাহীনতা বোধ করছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচএস