যুক্তরাজ্যে বাংলাদেশিদের ‘নেতৃত্বের সংঘাত’ : গ্রেফতার ১৩
ছবি ডেইলি মেইলের
যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ার লিডস শহরে প্রবাসী বাংলাদেশিদের দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় দুপুরে একটি কমিউনিটি সেন্টারের নেতৃত্ব নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেলিগ্রাফ ও ডেইলি মেইলের সংবাদ হতে জানা যায়; এ ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে- ওই এলাকার একটি কমিউনিটি সেন্টার পরিচালনার ‘নেতৃত্বে’ কারা থাকবেন তা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।
একজন অপেশাদার চিত্রগ্রাহকের ধারণ করা ওই ঘটনার একটি ভিডিওচিত্র হতে দেখা যায়- কমিউনিটি সেন্টারের মধ্যে চেয়ার তুলে ও লাঠি নিয়ে এক পক্ষ আরেক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে। মাথায় আঘাতপ্রাপ্ত একজনকেও দেখা যায়। পুলিশ ও কম্যুনিটি সাপোর্ট অফিসারদের সংঘর্ষ থামানোর চেষ্টা চালাতে দেখা গেছে।
লিডস সিটি কাউন্সিলের সদস্য আরিফ হুসেনকে উদ্ধৃত করে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, কমিউনিটি সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়, যারা উভয়ই সেন্টারের দায়িত্ব নিতে চান।
ডেইলি মেইল জানায়- হেয়ারহিলসের রাউন্ডহে রোডে অবস্থিত বাংলাদেশি কমিউনিটি সেন্টারের ১২ জন সদস্যের একটি পরিচালনা পর্ষদ রয়েছে। চেয়ারম্যান আফজল হোসেনের নেতৃত্বে সাতজন এবং সদস্য আবুল আবেদিনের নেতৃত্বে পাঁচজনের ওই পর্ষদ বিভক্ত। শুক্রবার জুমার নামাজে কমিউনিটির সাধারণ সভার ঘোষণা দেওয়া হয়। এ সময় ওই দুই পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়।
শনিবার সাধারণ সভা শুরু হওয়ার পর আবারও দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যেই চেয়ার ও লাঠি দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কমিউনিটি সেন্টারের দরজা জানালায় ভাঙচুর চালানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সভায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
এসএইচএস