ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আশুলিয়ায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৬:১৫ এএম, ০১ জুন ২০১৫

সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শিল্পাঞ্চলের শ্রীপুর এলাকার হাসান কলোনির একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত ওই শ্রমিকের নাম রুবিনা আক্তার (২৩)। তার বাড়ি দিনাজপুর জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্রীপুর এলাকার হাসান কলোনির ভাড়া বাড়ির একটি ঘরে স্থানীয় মাদার টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক রুবিনার ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ওই পোশাক শ্রমিকের স্বামী জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশিচত করে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তফা কামাল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  এটি হত্যা না আত্নহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আল-মামুন/এসএস/এমএস