ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-গৌহাটি-শিলং বাস চলাচল চুক্তির প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ০৭:১৪ এএম, ০১ জুন ২০১৫

সড়ক পথে ঢাকা-কলকাতা-আগরতলা এবং ঢাকা-গৌহাটি-শিলং বাস চলাচলের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে চুক্তিগুলো সই হতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, কলকাতা-ঢাকা বাস চালু হয়েছিল ১৯৯৯ সালে। আর আগরতলা-ঢাকা বাস চালু হয় ২০০৩ সালে। দুটো রুটেই যাত্রীদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে কলকাতা-ঢাকা-আগরতলা বাস চালু হবে।

মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, ঢাকায় বাস বদল না করেই সরাসরি পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ত্রিপুরার আগরতলায় যাওয়া ভারতের দুই রাজ্যেরই দীর্ঘদিনের দাবি। ভারতের মূল ভূখণ্ড দিয়ে সড়কপথে কলকাতা থেকে আগরতলা যেতে গেলে প্রায় তিন দিন সময় লাগে। অথচ ঢাকা হয়ে যেতে পারলে ভ্রমণের সময় নেমে আসবে চব্বিশ ঘণ্টা।

এসএ/এআরএস/একে/আরআই