জঙ্গি আস্তানা : রাসেল স্কয়ার থেকে পান্থপথ পর্যন্ত সড়ক বন্ধ
‘জঙ্গি আস্তানা’ সন্দেহে হোটেল ওলিও ঘিরে রাখার ঘটনায় রাসেল স্কয়ার থেকে পান্থপথ মোড় পর্যন্ত ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে সড়ক বন্ধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটি এখনো ঘিরে রেখেছে।
সকাল ৮টা থেকে সড়কটি বন্ধ করে দেয়ার কোনো যানবাহন বা সাধারণ মানুষ যেতে পারছেন না। সাংবাদিক, স্কয়ার হাসপাতালের রোগী ও স্থায়ী বাসিন্দাদের পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে ওলিও নামের ওই হোটেলটি ঘিরে রেখেছে পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সোয়াট টিমের সদস্যরা।
এআর/আরএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত