বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোদির শ্রদ্ধা
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় নরেন্দ্র মোদিকে স্বাগত জানান বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সিইও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য রেদওয়ান মুজিব সিদ্দিক। পরে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।
এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদি। সকাল ১১টা ২৫ মিনিটে বাহারি রংয়ের ফুলে সাজানো পুস্পস্তবক স্মৃতিসৌধের শহীদ বেদিতে অর্পণ করেন মোদি।
বিএ/এমএস/এসআরজে