ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুর বাড়িতে আবেগাপ্লুত মোদি (দেখুন ছবিতে)

প্রকাশিত: ১০:১০ এএম, ০৬ জুন ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।



পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মমতার চিহ্ন দেখে কিছুক্ষণের জন্য থমকে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩০ মিনিটেরও কিছু বেশি সময় ধরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের সময় দৃশ্যত তার মুখে ফুটে ওঠে বেদনার চিহ্ন। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।



তাকে ৩২ নম্বরের সেই ঐতিহাসিক বাড়ি এবং জাদুঘরের বিভিন্ন জায়গা ঘুরে দেখান বঙ্গবন্ধুর দৌহিত্র এবং শেখ রেহানার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিকী এবং তার স্ত্রী। পরে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন মোদি।



এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদি। সকাল ১১টা ২৫ মিনিটে বাহারি রঙের ফুলে সাজানো পুষ্পস্তবক স্মৃতিসৌধের শহীদ বেদিতে অর্পণ করেন মোদি।




বিএ/আরআইপি/এসআরজে