মিয়ানমারের ফের আকাশসীমা লঙ্ঘন
মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার ফের আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর মিয়ানমারের ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় অং মিন্টের হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ) মঞ্জুরুল করিম খান চৌধুরী।
মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক তৎপরতায় গভীর উদ্বেগ জানিয়েছে এবং সার্বভৌমত্ব বিনষ্টের এ ধরনের তৎপরতা ভবিষ্যতে যাতে না হয় এ জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ।
মিয়ানমারকে সতর্ক করে দিয়ে বাংলাদেশ আরও বলেছে, উস্কানিমূলক এ অপতৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
এর আগে ২৭ ও ২৮ আগস্ট এবং সেপ্টেম্বরের ১ তারিখে কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার।
এমএআর/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ২ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৩ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৪ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
- ৫ নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন