মিয়ানমার দূতাবাস অভিমুখে হেফাজতে ইসলাম
রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে পূর্বঘোষিত মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গুলশানে মিয়ানমার দূতাবাসের দিকে যাচ্ছেন তারা।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মিয়ানমার দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেন তার। সমাবেশ ও দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করছেন নুর হোসেন কাসেমি।

দূতাবাস অভিমুখে রওনা করার আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সোমবার বেলা ১১টার দিকে সমবেত হন হেফাজতের নেতাকর্মীরা। সমাবেশে বিক্ষুব্ধ মুসল্লিরা শ্লোগান দেন, “বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, আরাকান স্বাধীন করো, বিশ্ব মুসলিম লড়াই করো মিয়ানমারকে ধ্বংস করো’। ‘আমরা আনসার’ ‘রোহিঙ্গা ভাইরা মেহমান’।
হেফাজতে ইসলামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আপনি দেখে যান আরাকান স্বাধীন করার জন্য লাখ লাখ মুসলমান প্রস্তুত রয়েছে। আর কোনো রোহিঙ্গার জীবন হুমকির মুখে পড়তে দেয়া হবে না। অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা আরাকানে যুদ্ধ করতে প্রস্তুত। অস্ত্র দিন নইলে কূটনীতিক পদ্ধতিতে মিয়ানমারকে নির্যাতন বন্ধে বাধ্য করুন।
জেইউ/এএস/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত