খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করার দাবি জানিয়েছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনের ৭ম তলায় অস্থায়ী কার্যালয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম আজাদ বীর প্রতীকের সভাপতিত্বে খোতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ বলেন, ২০১৩ সালে শেখ হাসিনার সরকার সর্ব প্রথম বীরশ্রেষ্ঠ ১২ হাজার টাকা, বীরোত্তম ১০ হাজার, বীরবিক্রম ৮হাজার ও বীর প্রতীককে ৬ হাজার টাকা মাসিক সম্মানী ভাতা প্রদান করার কথা চালু করেন। এ সময় ২০১৩ সালে সাধারণ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেয়া হতো ২ হাজার টাকা।
উল্লেখ্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরও কয়েকবার সম্মানী বাতা বৃদ্ধি করে বর্তমানে সর্বোচ্চ ৩০ হাজার টাকা করা হয়েছে। কাজেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শনের জন্য যুদ্ধাহত ও সাধারণ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আনুপাতিক হারে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরও মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করার জন্য দাবি জানান তারা।
এসকেডি/আরআইপি