২৪ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল
ন্যাপ, কমিউনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনীর ২৪ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ও তাদের নামে প্রকাশ করা গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। উপসচিব মো. সলিমুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২০১২ সালে মুক্তিযোদ্ধার দাবির বিষয়ে ন্যাপ, কমিউনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধাদের দুই হাজার ৩৬৭ জনের নামে গেজেট প্রকাশ করা হয়।
মো. মমতাজ আলী আকন্দ নামের এক ব্যক্তি এদের মধ্যে ২৬ জনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগে রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ২৬ জনের মধ্যে ২৪ জনই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হয় বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার ৫ আসনে প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান প্রার্থীদের
- ২ ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ৩ নির্বাচনে নজিরবিহীন নজরদারি, ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা
- ৪ প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির
- ৫ চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা: আইন উপদেষ্টা