জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব
জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শন করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর মহাসচিব মার্টিন চুংহং। শনিবার জাতীয় সংসদ ভবনে গিয়ে অধিবেশন পরিদর্শন করেন তিনি। চারদিনের সফরে ঢাকায় এসেছেন মার্টিন চুংহং।
আইপিইউ মহাসচিব শনিবার সকালে সংসদ অধিবেশন পরিদর্শন শেষে সেখানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ-এর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
পরে মার্টিন চুংহং ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তাকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্ম সম্পর্কে ধারনা দেয়া হয়। তিনি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত ও জাদুঘরের কিউরেটর নির্মল দাশগুপ্ত এসময় উপস্থিত ছিলেন।
একে/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর