ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১ জুলাই ২০১৫ : একনজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৪:০২ পিএম, ০১ জুলাই ২০১৫

সবার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ সফলতার শিখরে পৌঁছাবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবাই একসঙ্গে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো। আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ সফলতার উচ্চ শিখরে পৌঁছাবে। মধ্য আয়ের দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

টোলমুক্ত হলো না কাওড়াকান্দি ঘাট
চলতি বছরের ১ জুলাই থেকে দক্ষিণাঞ্চলের অন্যতম নৌরুট মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি লঞ্চ ঘাটে যাত্রীদের টোল ফ্রি থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ইজারাজনিত কারণে টোল মুক্ত হলো না।

হীরক রাজার মতো পতন হবে সরকারের : খালেদা
দুর্নীতি ও অপশাসনের জন্য সরকারের পরিণতি হীরক রাজার মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, আল্লাহ এই জালিম অত্যাচারী সরকারকে পরীক্ষা করছে তারা আর কতো দুর্নীতি করতে পারে, আর কতো খারাপ কাজ করতে পারে, আর কতো মিথ্যা কথা বলেতে পারে।

আওয়ামী লীগে জামায়াতের অনুপ্রবেশ : ক্ষুব্ধ মহাজোট শরিকরা
স্থানীয় পর্যায়ে জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদানের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠছে মহাজোটের শরিক দলগুলো। শরিক দলের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ জামায়াত-শিবিরকে এভাবে ঠাঁই দিলে, সে সিদ্ধান্ত সরকারের জন্যই আত্মঘাতী হবে।

উজানের ঢলে ভয়ঙ্কর রূপে গর্জে উঠেছে তিস্তা
উজানের ঢলে ভয়ঙ্কর রূপে গর্জে উঠেছে তিস্তা। প্রবল স্রোতে শোঁ শোঁ শব্দে রুদ্ধমূর্তি ধারণ করে তিস্তা অববাহিকার এলাকা কাঁপিয়ে তুলছে। বুধবার বিকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণের সঙ্গে ভারতের দো-মোহনী পয়েন্ট থেকে তিস্তার ঢল বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে বাংলাদেশে ধেয়ে আসতে থাকায় ভারত ও বাংলাদেশ অংশের তিস্তা অববাহিকায় রেড এলার্ট জারি করেছে উভয় দেশের সংশ্লিষ্টরা।

পিয়ন নিয়োগেও ঘুষ দিতে হয় : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিপাহী থেকে শুরু করে সামান্য পিয়নের নিয়োগ পর্যন্ত সব জায়গায় ঘুষ দিতে হয়। তিনি বলেন, সারাদেশে ঘুষ-দুর্নীতির মহোৎসব চলছে।

বেতন বাড়ছে আইসিডিডিআরবি`র কর্মকর্তা-কর্মচারীদের!
আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর`বি) এর সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতা বাড়ছে! বিদেশি কর্মকর্তাদের মতো তারাও ইউএন (জাতিসংঘ) নির্ধারিত পে-স্কেলে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। কর্মী মঙ্গল সংঘের প্রতিনিধিদের সঙ্গে বুধবারের পূর্বনির্ধারিত আলোচনাকালে আইসিডিডিআরবির ব্যবস্থাপনা কমিটি নীতিগতভাবে আন্দোলনকারীদের সব দাবি মেনে নিবেন বলে আশ্বস্ত করেছেন।

এলডিপির অনুষ্ঠানে ইফতারির হাহাকার
বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইফতারির আয়োজন করেছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তবে ইফতার মাহফিলে আমন্ত্রিত প্রায় ৭০ ভাগ অতিথিকেই ইফতার পরিবেশন করতে পারেনি দলটি।

টাইগারদের টি২০ দল ঘোষণা
মাশরাফিকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানিয়েছে।

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কমিশন গঠনের নির্দেশ
বাড়িওয়ালা ও ভাড়াটেদের মধ্যে বিরোধ নিষ্পত্তিসহ বাসাভাড়া নির্ধারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন সরকারি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ কমিশন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সঙ্গে আলোচনা করে এলাকাভিত্তিক মানসম্মত বাড়ি ভাড়া নির্ধারণ করবে। বুধবার এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেয়।

২৫ বছরের সংসার ভাঙলেন মহিলা ভাইস চেয়ারম্যান
গৃহকর্মীর সাথে অনৈতিক সম্পর্ক ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীকে তালাক দিয়েছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা। এতে করে দীর্ঘ ২৫ বছরের দাম্পত্যজীবনের সম্পর্ক ছিন্ন হয়েছে তাদের।

সিমেন্ট খাতে আয়ের পাশাপাশি কমেছে সম্পদমূল্য
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের আয় কমেছে। পাশাপাশি পতন হয়েছে শেয়ারপ্রতি সম্পদ মূল্যেরও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র বলছে, সর্বশেষ হিসেবে সিমেন্ট খাতের ৭২ শতাংশ কোম্পানির আয় কমেছে। অন্যদিকে শেয়ারপ্রতি সম্পদ মূল্যে কমেছে ৫৭ শতাংশ কোম্পানির। ২০১৪ সালের সমাপ্ত বছরের আর্থিক হিসাব পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে।

বিএ/আরআই