বাড্ডায় উচ্ছেদের প্রতিবাদে হকারদের বিক্ষোভ
রাজধানীর বাড্ডায় উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় হকাররা।রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেরুল বাড্ডা থেকে গুলশান সংযোগ সড়ক (লিংক রোড) পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন তারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়।
জানা গেছে, হকার নেতা আলাউদ্দিন, ফরহাদ হোসেন, আশরাফুল আলমের নেতৃত্বে এ বিক্ষোভে অংশ নেন উত্তর, মধ্য ও মেরুল বাড্ডার হকাররা। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হকার নেতারা বলেন, আমরা উচ্ছেদ মানি, তবে আমাদের সময় দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ঈদের আগে রমজানে ব্যবসা-বাণিজ্য না করতে পারলে আমাদের মানবেতর জীবন যাপন করতে হবে। দাবি না মানলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, হকারদের বিক্ষোভের কারণে প্রগতি সরণি ও সড়কসংযুক্ত সবগুলো এলাকায় ১০টার পর তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী লোকজনকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।
এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে ২৮.৬ শতাংশ স্কুলে ৫০ শিক্ষার্থীর জন্য একটি উন্নত টয়লেট
- ২ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো
- ৩ পল্টনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি, ঢামেকে মৃত্যু
- ৪ শাহজালালে লাগেজ কাটা বন্ধে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন
- ৫ দিপু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে: ধর্ম উপদেষ্টা