‘ডিএনসিসি নির্বাচনে জটিলতা নেই’
নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) উপ-নির্বাচনে কোনো জটিলতা নেই। এ বিষয়ে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, মেয়র পদটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি। নির্বাচনের বিষয়টি দুই একদিনের মধ্যে কমিশন সভার মাধ্যমে সবার কাছে পরিষ্কার করা হবে।
নতুন ১৮ ওয়ার্ড যুক্ত হওয়ায় কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এর আগেই এসব ওয়ার্ডে নির্বাচনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছিল। তাই কোনো জটিলা আছে বলে মনে করি না।
এইচএস/এএইচ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ২৯৯ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ
- ২ যে কারণে মাতারবাড়ি নামে থানা গঠনের প্রস্তাব অনুমোদন
- ৩ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশের কঠোর বাস্তবায়নের দাবি
- ৪ শান্তিরক্ষায় কঙ্গোতে যাচ্ছেন বিমানবাহিনীর ৬২ সদস্য
- ৫ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, যুবক গ্রেফতার