হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪
রাজধানীর হাতিরঝিলের মহানগর সংলগ্ন দুই নম্বর ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের একজনকে মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসের এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আতাউর রহমান জাগো নিউজকে জানান, একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে পাঠানো হয়েছে। গাড়িটি একটুর জন্য ঝিলে পড়েনি। এটি সড়কের পাশে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সৈয়দ আলী আহমদ জানান, আমি বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলাম। বিকট শব্দের পর হৈচৈ শুনতে পাই। সামনে গিয়ে দেখি গাড়িটির সামনের কাঁচসহ গাড়িটি পুরোপুরি ভেঙে গেছে। কয়েকজন মিলে আহতদের বের করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়িটি উদ্ধার করে।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো