চকবাজার থেকে ১৫ মেট্রিক টন পলিথিন ও কাঁচামাল জব্দ
রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে তিন কারখানা থেকে প্রায় ১৫ মেট্রিক টন পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর। অভিযান চলাকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।
মো. আলমগীর সাংবাদিকদের বলেন, তিনটি কারখানা থেকে ১৫ মেট্রিক টন মালামাল জব্দ করা হয়েছে। দুজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তবে কারখানার মালিকেরা পলাতক রয়েছেন।
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন