সচিব হলেন সাহিন আহমেদ চৌধুরী
পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) সাহিন আহমেদ চৌধুরী।
পদোন্নতি দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সচিব হচ্ছেন কোনো মন্ত্রণালয় বা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে প্রশাসনে ৭৭ জন সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন।
আরএমএম/এএইচ/আইআই