ইজতেমায় এক বিদেশিসহ তিন মুসল্লির মৃত্যু
তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে এক বিদেশিসহ তিন মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এদের মধ্যে দুইজনের কাফন সম্পন্ন করা হয়েছে। মৃত অপর বিদেশিকে তার আত্মীরা নিজ দেশে নিয়ে গেছেন।
ইজতেমা কর্তৃপক্ষ জানায়, এবার ইজতেমায় প্রথম ধাপে আগত দেশি-বিদেশি তিন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন মাগুরা জেলার কাজী আজিজুল হক (৬৫)। তিনি শুক্রবার মৃত্যুবরণ করেন।
লক্ষ্মীপুরের রফিকুল ইসলাম (৫৫) শনিবার মৃত্যুবরণ করেন এবং অপরজন মালয়েশিয়া থেকে আগত নেসার বিন রহমান (৫৫)। তিনিও শনিবার মারা যান।
ইজতেমায় দায়িত্বরত আদম আলী জাগো নিউজ বলেন, মৃত তিন ব্যক্তির গোসল ও কাফন সম্পন্ন করা হয়েছে। এরপর বংলাদেশি দুইজনকে তাবলিগ ইজতেমার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বিদেশি মৃত ব্যক্তির গোসল ও কাফন শেষে তাদের আত্মীয়দের কাছে তুলে দেয়া হয়েছে।
এমএইচএম/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত