শুরু হচ্ছে ৯ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব
বাঙালির ঐতিহ্য পিঠা পার্বণের আনন্দধারায় আগামী ২৩ জানুয়ারি থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২৪। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিঠা উৎসব পর্ষদ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
আগামী মঙ্গলবার একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯ দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আগামী ১০ থেকে ১৮ মাঘ অর্থাৎ ২৩ থেকে ৩১ জানুয়ারি প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ পিঠা উৎসব।
রোববার বিকেল ৩টায় শিল্পকলা একাডমির জাতীয় নাট্যশালায় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হবে।
এফএইচএস/এমবিআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ