রাজধানীতে ১৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালিয়ে মাদকের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ ১৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে ইয়াবার এ বড় চালানটি জব্দ করে। এসময় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন হযরত আলী (৪২), এরশাদ খান (৩৪), আব্দুর রশিদ (৩৮), মো. সোলায়মান (৩৭) ও জাকারিয়া ইসলাম (২১)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের বিমানবন্দর জোনাল টিম অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করে।
তিনি বলেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদকদ্রব্য, ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে কমদামে ক্রয় করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/জেডএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত