শিগগিরই উন্নতমানের স্মার্ট কার্ড বিতরণ করা হবে
ফাইল ছবি
শিগগিরই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।
শনিবার সকালে নরসিংদী জেলা শিল্পকলা মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্বিতীয়বার ভোটার হওয়া শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে সিইসি বলেন, কেউ দ্বিতীয়বার ভোটার হতে গেলে তা প্রযুক্তির মাধ্যমে ধরা পড়ে যাবে। আর অনেক চেষ্টা করেও স্মার্ট কার্ড নকল করা সম্ভব হবে না বলে জানান তিনি।
এবারই প্রথম ১৫ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের ১৮ বছর পূর্ণ হলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এ কার্যক্রমের মাধ্যমে ৭২ লাখ মানুষের তথ্য সংগ্রহ করা হবে। দেশে এখন মোট ভোটার ৯ কোটি ৬৩ লাখ।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতিক), নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান প্রমুখ।
সঞ্জিত সাহা/এআরএ/এমআরআই