সিপিবি নেতা রতন সেন হত্যার পুনঃতদন্তের দাবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য ও খুলনা জেলার সাবেক সভাপতি রতন সেনের ২৩তম হত্যাবার্ষিকী পালন উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন করেছে সিপিবি। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে রতন সেন হত্যার পুনঃতদন্ত এবং হত্যাকারী ও নেপথ্যের হোতাদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের আহ্বান জানানো হয়েছে।
সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, অ্যাডভোকেট মন্টু ঘোষ, ঢাকা কমিটির বিকাশ সাহা, বাসদের আব্দুর রাজ্জাক ও ছাত্রনেতা জিলানী শুভ। ঢাকা কমিটির সেকেন্দার হায়াৎ সমাবেশ পরিচালনা করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রতন সেন হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, কমিউনিস্টরা রতন সেনের আদর্শ বাস্তবায়ন করে এ হত্যার প্রতিশোধ নেবে। আইনের শাসন প্রতিষ্ঠায় এ হত্যার বিচার অবশ্যক।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের এ সৈনিক সম্পর্কে মো. শাহ আলম বলেন, কমিউনিস্টরা মনে করে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। এই মানবমুক্তির জন্য সিপিবি সংগ্রাম করে। রতন সেনও ছিলেন এ অভিষ্ট লক্ষ্যের কমরেড। কিন্তু মানবমুক্তির সংগ্রাম বাধাগ্রস্থ করতেই চিহ্নিত বিরোধী ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে।
তবে হত্যা করে কমিউনিস্টদের সংগ্রামে থেকে বিচ্যূত করা যাবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
মার্কসবাদী তাত্ত্বিক রাজনীতিক রতন সেন সম্পর্কে রুহিন হোসেন প্রিন্স বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে তার হত্যাকারী সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের সহযোগীদের বিচার করতে হবে।
রতন সেন স্মরণে ঢাকায় সমাবেশ ছাড়াও খুলনায় তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে সিপিবি, খুলনা জেলা।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৩১ জুলাই সকালে খুলনায় ডিসি ও এসপি অফিসের সামনে কমরেড রতন সেনকে হত্যা করা হয়। যার বিচার আজও হয়নি।
আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ হবে তারেক রহমানের নেতৃত্বে, আশা মোদীর
- ২ এরশাদ উল্লাহর হাতে ২ কোটি ৩৪ লাখ টাকা, স্ত্রীর ৩ কোটি ২৬ লাখ
- ৩ ছয় বছরে আবু সুফিয়ানের আয়-সম্পত্তি বেড়েছে আড়াইগুণ
- ৪ শাহজাহান চৌধুরীর হাতে নগদ ১ কোটি ৩৪ লাখ টাকা, হলফনামায় ৭১ মামলা
- ৫ নাসীরুদ্দীনের আছে ২৫ লাখ টাকা, স্বামী-স্ত্রীর ২২ লাখ টাকার গহনা