রোহিঙ্গাদের জন্য প্রকল্প অনুমোদন দিলেই বিশ্বব্যাংকের অর্থ ছাড়
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের কল্যাণে প্রকল্প অনুমোদনের সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাংকের অনুদান ছাড় শুরু হবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অপর্ণা শুভ্রামণি।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে নির্বাহী পরিচালক সাংবাদিকদের এ কথা জানান।
বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪৮ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে জানিয়ে নির্বাহী পরিচালক বলেন, ‘যখন প্রকল্প (স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশন, নিরাপদ পানি ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা সংক্রান্ত) অনুমোদন হবে তখন অনুদান ছাড় দেয়া হবে। একটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং অন্য প্রকল্পগুলো প্রক্রিয়াধীন।’
অপর্ণা শুভ্রামণি জানান, ‘গতকাল বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা বলেছেন। বাংলাদেশ আইডিএ সহায়তা পাচ্ছে এবং বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে আইডিএ ফান্ডের এক বড় গ্রহীতা।’
রোহিঙ্গাদের দুর্দশা দেখতে দুই দিনের সফরে ১ জুলাই বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
আরএমএম/এমইউএইচ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর