পল্লবীতে বাসায় যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীর পল্লবী থানাধীন বারণটেক এলাকায় জনতা ব্যাংকের পাশের একটি বাসায় রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শিপন (২৫)। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘নিহতের বাবার নাম কু্দ্দুস মিজি। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিপন মাদকসেবী। মরদেহ উদ্ধারের সময় তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তবে রহস্যজনক। ঘটনা সম্পর্কে জানতে তার বাবা-মাকে থানায় ডেকে নেয়া হয়েছে।’
নিহতের পরিবার জানিয়েছে, রাস্তার ওপরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করার পর বাসায় নেয়া হয় শিপনকে।
জেইউ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত