ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:২১ পিএম, ৩১ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর ভাষায় বলছি, কেউ দাবিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের মানুষের সেবা করাই হবে অামাদের মূল লক্ষ্য। গাজীপুর ও বেতবুনিয়া ভূ-উপগ্রহ সজীব ওয়াজেদ জয়ের নামে নামকরণ করে বলেন, অামরা মুজিব থেকে সজীব-এ পৌঁছে গেছি। মানুষ এ ভূ-উপগ্রহ থেকে সেবা পাবে- এটাই অামাদের মূল লক্ষ্য।’

মঙ্গলবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উদযাপন ও ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অাইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ অাহমেদ পলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয়। এরপর লেজার শো পরিবেশিত হয়। এছাড়া গাজীপুর ও বেতবুনিয়ার ভূ-উপগ্রহের ওপর সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে সুইচ টিপে সজীব ওয়াজেদ জয় ভূ-উপগ্রহের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এটা একটা সেক্টর হয়ে গেল। এই সেক্টরের মাধ্যমে অামাদের দেশের ছেলে-মেয়েরা এক্সপার্ট হবে। সমুদ্রবিজ্ঞান নিয়েও লেখাপড়া করবে। তিনি বলেন, ‘অামরা চাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল- এ দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত। মানুষ ভালোভাবে বসবাস করবে, ভালোভাবে চলাফেরা করবে। মানুষের জীবনমান উন্নত হবে। অামার ব্যক্তিগতভাবে চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষের সেবা করতে পারলে আমি খুশি। মানুষের জন্য কাজ করছি। মানুষ ভালো অাছে। আমি জানি না, অামার বাবা-মা দেখতে পারছেন কি না, বাংলাদেশকে অামরা এগিয়ে নিয়ে যাচ্ছি।’

এ সময় প্রধানমন্ত্রী অতি অাত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘অামরাও একদিন চা‌ঁদের দেশে পৌঁছে যাব। বিমানবাহিনীকে বলব-এ ব্যাপারে অাপনারা ট্রেনিং শুরু করেন।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এফএইচএস/এসআর/পিআর

আরও পড়ুন