বন্যা দুর্গতদের ইইউর জরুরি সহায়তা
বাংলাদেশ ও মিয়ানমারের বন্যা দুর্গত ও ভূমিধ্বসে আক্রান্তদের জরুরি সহায়তা দেবে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ৫ লাখ এবং মিয়ানমারকে ১০ লাখ ইউরো দেওয়া হবে ।
ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসটস স্টাইলানাইডস বিবৃতিতে বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ২৮ দেশের এই ব্লক।
সামনে আরো বৃষ্টির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “এ পরিস্থিতিতে মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ায় অগ্রাধিকার দিতে হবে- তারপর তাদের পুনর্বাসনে সহায়তা করতে হবে।”
ইইউ কমিশনার বলেন, প্রথম ধাপে এ সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে মাঠ পর্যায়ের প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা বরাদ্দ দেওয়া হতে পারে।
মৌসুমী বৃষ্টিতে গত সপ্তাহে মিয়ানমারে বন্যায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং এ পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে জুলাইয়ে ভারী বর্ষণে বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণপূর্বাঞ্চল, বান্দরবান ও কক্সবাজার এলাকায় বন্যা ও ভূমিধস হয়েছে।
এসকেডি/এমএস