র্যাবের সাবেক কর্মকর্তাকে তুলে নেয়ার অভিযোগ
র্যাবের সাবেক কর্মকর্তা হাসিনুর রহমান। ছবিটি ‘হাসিনুর রহমান বীর প্রতীক’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেয়া
র্যাবের সাবেক কর্মকর্তা হাসিনুর রহমানকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবীর ডিওএইচএসের বাসার সামনে থেকে তাকে তুলে নেয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।
হাসিনুর রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি (হাসিনুর রহমান) তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এসময় ডিবি পুলিশের জ্যাকেট পরা কয়েকজন বাসার নিচ থেকে তাকে ধরে নিয়ে যায়।
এ ঘটনা হাসিনুর রহমানের স্ত্রী বুধবার দিবাগত রাত ১টায় পল্লবী থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তবে তা এখনও জিডি হিসেবে গ্রহণ করেনি পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তদন্ত করে ঘটানার সত্যতা পাওয়া গেলে ওই অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করা হবে বলে।
তিনি আরও জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তার ব্যক্তিগত পিস্তল উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, হাসিনুর রহমান সেনাবাহিনীকে চাকরির সময় রাষ্ট্রদ্রোহের মামলায় দণ্ডিত হয়ে পাঁচ বছরের জেল খেটে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলেন। তিনি এক সময় র্যাব-৫ ও র্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজিবিতেও বেশকিছু দিন দায়িত্ব পালন করেন তিনি।
জেইউ/এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন