শাহ্ আলী থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ্ আলী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সালাহউদ্দীন মিয়া। এর আগে তিনি গুলশান থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার ডিএমপির এক অফিস আদেশে তাকে গুলশান থেকে বদলি করে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। রোববার সকালে এক বার্তায় বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ।
আদেশে উল্লেখ করা হয়েছে, শাহ্ আলী থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনকে গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগে, সুত্রাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আক্তার হোসেনকে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানীকে পুলিশ পরিদর্শক (তদন্ত) সূত্রাপুর থানা, মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনির হোসেন মোল্লাকে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা পশ্চিম বিভাগের পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), গোয়েন্দা পূর্ব বিভাগের পুলিশ পরিদর্শক স.ম. কাইয়ুমকে বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
এআর/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর