জিপিও থেকে ১৯৩ কেজি এনপিএস জব্দ
বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কার্য্যালয় গুলিস্তানের জিপিও থেকে ১৯৩ কেজি নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাত জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার সন্ধ্যায় জিপিওর বৈদেশিক পার্সেল শাখা থেকে খাতের এই চালানটি জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৫টি কার্টন ভর্তি ১৯৩ কেজি খাতের এই চালানটি জব্দ করা হয়েছে। মাদকগুলো ‘গ্রিন টি’ হিসেবে আফ্রিকার কয়েকটি দেশ থেকে ডাকযোগে বাংলাদেশে আসে।
তিনি আরও বলেন, কোন ঠিকানায়, কার নামে মাদকগুলো আনা হয়েছে বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ২ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৩ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- ৪ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
- ৫ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা