স্পিকারের সঙ্গে বেলজিয়ামের রাষ্ট্রদূতের সাক্ষাত
স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন। বৃহস্পতিবার স্পিকারের সংসদের কার্যালয়ে তিনি সাক্ষাত করেন।
সাক্ষাৎকালে তারা আসন্ন দশম এশিয়া- ইউরোপীয় পার্লামেন্টারি পার্টনারশিপ মিটিং এ বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের অংশ নেয়া বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, চলতি বছর ২৭-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া- ইউরোপীয় পার্লামেন্টারি পার্টনারশিপ মিটিং বাংলাদেশ যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল মিটিং এ যোগ দেবে মর্মে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।
রাষ্ট্রদূত এশিয়া- ইউরোপীয় পার্লামেন্টারি পার্টনারশি মিটিং এর প্রস্তুতি স্পিকারকে অবগত করেন। মিটিং এ স্পিকার যোগ দিবে জেনে তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
এইচএস/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি