কেয়ার বাংলাদেশের আলোকচিত্র প্রদর্শনী
ঢাকায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে অলাভজনক প্রতিষ্ঠান কেয়ার বাংলাদেশ। মঙ্গলবার (২ অক্টোবর) গুলশানের সিক্স সিজন হোটেলে প্রতিষ্ঠানটির টিপিং পয়েন্ট প্রকল্প ‘হোয়াট রিয়েল চেঞ্জেস লুক লাইক’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করে।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ প্রদর্শনী চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা শ্লিটার। বিশেষ অতিথি ছিলেন কানাডা হাইকমিশনের উন্নয়ন সহায়তা বিভাগের প্রধান ফেডরা মুন মরিস।

প্রদর্শনীতে কথাচিত্রের মাধ্যমে কিশোরী ও নারীরা তাদের জীবনের এবং সমাজের বিভিন্ন পরিবর্তন তুলে ধরেন। যেসব কিশোরী ও মায়েরা যারা আগে কখনও ক্যামেরা ব্যবহার করেননি, আলোকচিত্রের মাধ্যমে তারা তাদের অভিমত প্রকাশ করেন। এসব আলোকচিত্রের মধ্যদিয়ে বাংলাদেশের কিশোরী ও নারীদের জীবনের বাস্তব প্রক্ষাপট ফুটে ওঠে।
অনুষ্ঠানে সুনামগঞ্জের কিশোরী শাপিন হাজরা, সাজেনা আখতার, জেসিয়া আখতার, শিউলি সেনাপতি তাদের পরিবর্তনের গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে নিজেরা করি'র নির্বাহী পরিচালক খুশি কবির, বিশিষ্ট চিত্রশিল্পী রোকেয়া সুলতানা ও আইসিডিডিআর’বির জ্যেষ্ঠ বিজ্ঞানী রুচিরা তাবাসসুম নাভেদ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।
এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর