বিমানে শপিং ব্যাগে মিলল ৪০ লাখ টাকার স্বর্ণ
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ওভারহেড সেলফে একটি পরিত্যক্ত শপিং ব্যাগে এসব স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাস্টমস সূত্র জানায়, বিমানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এর ভেতর থেকে আটটি সোনার বার পাওয়া গেছে। ব্যাগটির কোনো দাবিদার পাওয়া যায়নি।
এ বিষয়ে বিমানের কর্মকর্তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
আরএম/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত