মিরপুরে গ্যাসের লাইনে আগুন
রাজধানীর মিরপুরে প্রিন্সবাজারের পেছনে একটি গ্যাসের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে পাওয়া খবরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। ৬টা ১০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জেইউ/এসএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নানা মাধ্যমে গণভোট নিয়ে অপপ্রচার চলছে: সিএ প্রেস উইং ফ্যাক্ট
- ২ গণভোটে অংশ নিন, ‘হ্যাঁ’ তে সিল দিন: প্রধান উপদেষ্টা
- ৩ ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
- ৪ শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা
- ৫ জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩