স্বর্ণ চোরাচালান : শাহজালালে নিরাপত্তাকর্মীসহ আটক ২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি স্বর্ণের বার উদ্ধার এবং স্বর্ণ চোরাচালানের অভিযোগে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর (এভিএসইসি) সদস্যসহ ২ জনকে আটক করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী জাগো নিউজকে জানান, শনিবার রাতে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ নম্বর ফ্লাইটের মো. ইয়াকুব মিয়া ও বিমানবন্দর নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্য মো. শরীফুল ইসলামকে স্বর্ণ পাচারকালে আটক করা হয়।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছিলেন। এসভি-৮০৪ ফ্লাইটটি ঢাকায় অবতরণের পরপর বোর্ডিং ব্রিজ-৭ এ সংযুক্ত হয় এবং যাত্রীরা নামতে থাকেন। পরবর্তীতে সন্দেহভাজন যাত্রী মো. ইয়াকুব মিয়াকে অনুসরণ করা হয়।
তিনি আরও জানান, গ্রিন চ্যানেল অতিক্রমের পরে ইয়াকুব মিয়ার কাছে শুল্ক কর আরোপযোগ্য কোনো পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। এ সময় তার মোবাইলে ঘন ঘন কল আসতে থাকা একটি মোবাইল নাম্বার (০১৭১৪৫১৬৮৩০) এবং মোবাইলে সংরক্ষিত ছবির সূত্র ধরে শরীফুল আলমকে অনুসরণ করা হয়। কিন্তু কাস্টমসের উপস্থিতি টের পেয়ে শরীফুল দৌড়ে স্টাফ গেট দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তাকে আটক করা হয়। তবে শরীফুল যে মোবাইল দিয়ে (০১৭১৪৫১৬৮৩০) যাত্রীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করছিলেন তা উদ্ধার করা সম্ভব হয়নি।
অথেলো চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল জানিয়েছে সে বিমানবন্দর রেলস্টেশনের আশপাশে কোথাও মোবাইলটি ফেলে দিয়েছে। তবে তার কাছে থাকা অন্য একটি মোবাইলের গোপন স্থানে যাত্রীর ছবিও পাওয়া যায়। পরবর্তীতে আটক দুই জনকে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসা হয় এবং ইয়াকুবের দেহ তল্লাশি করে জ্যাকেটের মধ্য থেকে ৫টি সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫৮০ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এআর/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ এরশাদ উল্লাহর হাতে ২ কোটি ৩৪ লাখ টাকা, স্ত্রীর ৩ কোটি ২৬ লাখ
- ২ ছয় বছরে আবু সুফিয়ানের আয়-সম্পত্তি বেড়েছে আড়াইগুণ
- ৩ শাহজাহান চৌধুরীর হাতে নগদ ১ কোটি ৩৪ লাখ টাকা, হলফনামায় ৭১ মামলা
- ৪ নাসীরুদ্দীনের আছে ২৫ লাখ টাকা, স্বামী-স্ত্রীর ২২ লাখ টাকার গহনা
- ৫ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ছাড়লেন জয়শঙ্কর